ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ‘সাত গম্বুজ মসজিদ’। মোগল আমলের স্থাপত্যের বড় বৈশিষ্ট্য হলো ছাদের গম্বুজ, মিনার ও বুরুজ। এই মসজিদে রয়েছে সাতটি গম্বুজ। অনন্য বৈশিষ্ট্যের মসজিদটির সম্প্রতি তোলা কিছু ছবি নিয়ে এই ছবির গল্প।
মসজিদ প্রাঙ্গণের এককোণে সাইনবোর্ডে লিখে রাখা হয়েছে এর ইতিহাসসাত গম্বুজ মসজিদের এক পাশ দেখতে এমনওপর থেকে সাত গম্বুজ মসজিদ। এখন সেখানে সামনের অংশে শামিয়ানা টানিয়ে রাখা হয়েছেমসজিদের ভেতরে প্রবেশের একটি পথমসজিদ প্রাঙ্গণে অজু করার জন্য চৌবাচ্চায় স্বচ্ছ পানিমসজিদের দেয়ালের চিত্রমসজিদের ভেতরে একাংশ