ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা দল বেঁধে দেয়ালে নানা লেখা মুছে ফেলছেন। পরে সেখানে আঁকা হচ্ছে ছাত্র–জনতার আন্দোলন ঘিরে গৌরবময় নানা গ্রাফিতি। ছবিগুলো শুক্রবার তোলা।
ছবি:
নতুন বাংলাদেশ নিয়ে স্লোগান ও দেয়াললিখন দেখছেন পথচারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়
বিজ্ঞাপন
ঢাকার কেরানীগঞ্জে মাদক ও চাঁদাবাজি বন্ধে জনসচেতনতায় শিক্ষার্থীরা দেয়ালচিত্র অঙ্কন করছেন। কেরানীগঞ্জ মডেল টাউন আবাসিক এলাকায়
বিজ্ঞাপন
সিলেট নগরের চৌহাট্টা-রিকাবীবাজার এলাকার দেয়ালগুলোতে নানা স্লোগান ও গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। রিকাবীবাজার এলাকা, সিলেটসিলেট নগরের চৌহাট্টা-রিকাবীবাজার এলাকার দেয়ালে বিভিন্ন স্লোগান ও গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলেছাত্র আন্দোলনে শহীদ হওয়া আবু সাঈদের প্রতিকৃতি আঁকছেন স্বেচ্ছাসেবীরা। মোহাম্মদপুর, ঢাকা ধর্মীয় সম্প্রীতির গ্রাফিতি আঁকা হয়েছে দেয়ালে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়দেয়ালচিত্রে ফুটে ওঠা আবু সাঈদের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন তাঁরা। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়দেয়ালে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্রাফিতি আঁকছেন শিক্ষার্থীরারংপুর নগরের জিলা স্কুল মোড়ে বিভিন্ন দেয়ালে চিত্রকর্ম আঁকছেন শিক্ষার্থীরাকুমিল্লা জিলা স্কুলের সীমানাপ্রাচীরের দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নানা প্রতিবাদী বক্তব্য লেখা হয়। সেগুলো মুছে সেখানে আবার নতুন করে রংতুলিতে আঁকা হচ্ছে ছাত্র–জনতার আন্দোলনকে উপজীব্য করে নানা চিত্রকর্ম। এতে অংশ নিচ্ছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা