ভোরবেলায় এডওয়ার্ড পার্কে

ব্রিটিশ শাসনামলে বগুড়া শহরের কেন্দ্র সাতমাথার কাছে শহর ও আশপাশের বাসিন্দাদের অবকাশ ও বিনোদনের জন্য এডওয়ার্ড পার্ক গড়ে তোলা হয়। ব্রিটিশ রাজা সপ্তম এডওয়ার্ডের নামে এই পার্কের নামকরণ হয় ‘এডওয়ার্ড পার্ক’। কাকডাকা ভোর থেকেই শহরের বহু মানুষ প্রাতর্ভ্রমণের জন্য এ পার্কে আসেন; হাঁটেন ও শরীরচর্চা করেন। এ জন্য এখানে কয়েকটি ব্যায়ামের সংগঠন গড়ে উঠেছে। ভোরবেলায় এডওয়ার্ড পার্কের ছবিগুলো সম্প্রতি তোলা—

পার্কে রয়েছে রাজা সপ্তম এডওয়ার্ডের আবক্ষ প্রতিকৃতি।
কুয়াশাভেজা ভোরে পার্কে দল বেঁধে ব্যায়াম করেন অনেকেই।
পার্কে প্রাতর্ভ্রমণে বেরিয়েছেন নারীরা।
শীতের ভোরে পার্কের আনন্দ সরোবর ঘাটে জবুথবু হয়ে বসে আছে পাখিটি।
পার্কে বসে সংবাদপত্র পড়ছেন এক ব্যক্তি।
শীতের সকালে পার্কের গাছে বসে আছে একটি রঙিন পাখি।
প্রাতর্ভ্রমণে পার্কে এসে ব্যায়াম করছেন একজন।
পার্ক ঘিরে গড়ে উঠেছে ‘ব্যায়াম সংঘ’ নামের একটি সংগঠন। ভোরে পার্কে এসে ব্যায়াম করছেন সেই সংগঠনের এক সদস্য।
পার্কে দৌড়ানোর জন্য রয়েছে প্রশস্ত জায়গা।
কুয়াশাভেজা ভোরে পার্কে এসেছেন দুই তরুণ।