সোনারগাঁয়ে লোককারুশিল্প মেলা

প্রতিবারের মতো এবারও নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর প্রাঙ্গণে চলছে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজিত এ মেলা শুরু হয়েছে গত ১৬ জানুয়ারি। চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এবারের মেলায় ১৭ জেলার ৬৪ জন কারুশিল্পী তাঁদের শিল্পকর্ম নিয়ে অংশ নিয়েছেন। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের কারুপণ্যসহ ১০০টি স্টল রয়েছে মেলায়। মেলায় ঢুকতে ৫০ টাকার টিকিট লাগছে। তবে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য রাখা হচ্ছে ৩০ টাকা করে। বিকেল পাঁচটার পর কোনো প্রবেশ মূল্য লাগছে না। প্রতিদিন সকাল ৯টা থেকে মেলা চলছে রাত ৮টা পর্যন্ত। উৎসবে আগত দর্শনার্থীদের জন্য লোকজ উৎসবে প্রতিদিন বিকেল থেকে জারি, সারি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালনগীতি, হাসন রাজার গান, মুর্শিদি গান, চর্যাগান, লোকগল্প বলা, লোকজ নৃত্যসহ বিভিন্ন লোক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

মেলার প্রবেশপথে নির্মিত দৃষ্টিনন্দন তোরণ
বাহারি রং করা মাটির খেলনা দেখছে এক শিশু
স্টলে বসে ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিং করছেন শিল্পী এস এ মালেক
খেলনা বাদ্যযন্ত্রের পসরা নিয়ে বসেছেন বিক্রেতা আবুল হোসেন
স্টলে সাজানো পিতল, কাঁসা, তামার তৈরি বিভিন্ন সামগ্রী
শোলার তৈরি নানা ধরনের ফুল বিক্রি করছেন বগুড়া থেকে আসা এ দম্পতি
স্টলে সাজিয়ে রেখেছেন টেপা পুতুল। সেখানে বসেই পুতুল বানাচ্ছেন রাজশাহী থেকে আসা বিজলি রানী পাল।
বায়োস্কোপ প্রদর্শনীতে শিশুদের সঙ্গে বড়রাও দারুণ উল্লসিত।
স্টলে কাপড় ও সুতা দিয়ে হাতপাখা বানাচ্ছেন সন্ধ্যা রানী। বিভিন্ন নকশা ও আকৃতির এসব পাখার দাম ৮০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
স্টলে বসে জামদানি শাড়ি বুনছেন কারিগর মো. ইব্রাহিম। প্রতিটি জামদানি বিক্রি করছেন তিনি ১ হাজার ২০০ টাকা থেকে সাড়ে তিন হাজার টাকায়।
উৎসবে আসা বিদেশি পর্যটকদের সঙ্গে ছবি তুলছে কয়েক শিশু
মেলা প্রাঙ্গণে খেলনা টমটম গাড়ি টানছে এক শিশু