সিলেটের পাহাড় আর টিলায় গাছে গাছে জেগেছে নতুন প্রাণ। বসন্তে প্রকৃতিতে গাছে গাছে এসেছে কচি পাতা। কদিন আগের পাতাঝরা ন্যাড়া গাছগুলো সেজেছে নবপল্লবে। টিলা কিংবা বনে যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। গাছের ডালপালা আবারও ভরে উঠেছে কচি পাতায়। প্রকৃতি গাইছে কচি পাতার গান। ছবিগুলো সিলেটের টিলাগড় ইকোপার্ক এলাকা থেকে তোলা।
গাছের ডালে নতুন পাতা। তার কাছাকাছি উড়ছে চিল।প্রতিটি গাছের ডালে ডালে নতুন পাতা।নতুন রঙিন পাতায় বর্ণিল প্রকৃতি।রোদের আলোয় চিক চিক করছে গাছের পাতা।বাসন্তী রূপ ধারণ করেছে গাছের পাতা।নতুন পাতার আশপাশে উড়ছে চিল।প্রতিটি ডালে নতুন পাতা।সবুজ কচি পাতায় চোখ আটকে যায়।নানান জাতের গাছে নতুন পাতা।পুরোনো পাতার সঙ্গে বেড়ে উঠেছে নতুন পাতা।আমগাছের নতুন পাতা।নতুন পাতায় সেজেছে নানান জাতের গাছ।