সিলেটের পাহাড় আর টিলায় গাছে গাছে জেগেছে নতুন প্রাণ। বসন্তে প্রকৃতিতে গাছে গাছে এসেছে কচি পাতা। কদিন আগের পাতাঝরা ন্যাড়া গাছগুলো সেজেছে নবপল্লবে। টিলা কিংবা বনে যেদিকে চোখ যায়, শুধু সবুজ আর সবুজ। গাছের ডালপালা আবারও ভরে উঠেছে কচি পাতায়। প্রকৃতি গাইছে কচি পাতার গান। ছবিগুলো সিলেটের টিলাগড় ইকোপার্ক এলাকা থেকে তোলা।