উত্তরের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের নয়ারহাটের পোশাকশিল্প এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় পরিবর্তন এনে দিয়েছে। এখানকার বাসিন্দা আবদুর রহিমের হাত ধরে এই অঞ্চলে পোশাকশিল্পের বিকাশ ঘটেছে। তিনিই প্রথম সেখানে তৈরি পোশাক কারখানা স্থাপন করেন। পরে আরও বেশ কয়েকটি কারখানা গড়ে ওঠে। এখন সেখানে এই শিল্পে সব মিলিয়ে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। গাইবান্ধার উন্নতির পাশাপাশি স্থানীয় মানুষের ভাগ্য পরিবর্তন করেছে এই পোশাকশিল্প। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়ারহাটের পোশাকশিল্প নিয়ে সাজানো হয়েছে আজকের ছবির গল্প।