গ্রীষ্মের বাহারি ফুল

গ্রীষ্মের সময় হয়তো বৈরী। কিন্তু প্রকৃতিতে ফুটে নানা রঙের ফুল। প্রখর খরতাপে প্রকৃতি আয়োজন করেছে ফুলের সমারোহ। ফুটে থাকা নানা বর্ণের ফুল প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে। বৈশাখের শেষে জ্যৈষ্ঠের শুরু। ঝড় বৃষ্টিতে বিদায় নিবে গ্রীষ্মকাল। আসবে বর্ষা। তবু গ্রীষ্মের রূপমাধুরী মেশানো ফোটা ফুল আয়ু পাবে বিভিন্ন গাছে শাখা–প্রশাখায়। বগুড়ার বিভিন্ন উপজেলা ও শহর ঘুরে রূপমাধুরী মেশানো গ্রীষ্মের কয়েকটি ফুলের ছবি নিয়ে সাজানো গল্প।

গাছে শোভা পাচ্ছে থোকা থোকা সোনালু ফুল।
গাছের গোড়ায় হলুদের সমাহার।
পথের ধারের গাছে ফুটে আছে জারুল ফুল।
কৃষ্ণচূড়ার ডালে বসে আছে শালিক পাখি।
গ্রীষ্মের প্রকৃতিতে এখন রক্তলাল কৃষ্ণচূড়া সড়কের ধারে শোভা পাচ্ছে।
ফুল দেখতে অনেকটায় হুঁকার কলকের মতো। তাই হয়তো নাম হয়েছে কলকে ফুল।
গাছে থোকা থোকা রক্তকরবী ফুল।
মিষ্টি রঙের ফুল
গাছে ফুটে থাকা হলুদ রঙের চন্দ্রপ্রভা।
গাছে ফোটার অপেক্ষায় রক্তকরবী ফুল।