সাগরের কোল ঘেঁষে সবজি চাষ

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতে সমুদ্রের কোল ঘেঁষে বিস্তীর্ণ এলাকাজুড়ে নানা জাতের শীতকালীন শাকসবজি চাষ করা হচ্ছে। বেশি লাভজনক হওয়ায় স্থানীয় লোকজন সবজি চাষে ঝুঁকেছেন। তাঁদের শ্রমে জমিতে ফলছে লালশাক, পালংশাক, কলমিশাক, পাটশাক, লাউশাক, মুলাশাক, পুঁইশাক, মুলা, শিমসহ বিভিন্ন ধরনের শাকসবজি। উত্তর কাট্টলী এলাকা থেকে সম্প্রতি ছবিগুলো তোলা হয়েছে।

বিস্তীর্ণ এলাকাজুড়ে চাষ করা হচ্ছে নানা জাতের শীতকালীন শাকসবজি
বিস্তীর্ণ এলাকাজুড়ে চাষ করা হচ্ছে নানা জাতের শীতকালীন শাকসবজি
খেতজুড়ে লাল ও সবুজ শাক
খেত থেকে লালশাক তুলছেন এক নারী কৃষক
লাশশাক তোলার পর তা বিক্রির জন্য আঁটি বাঁধা হয়েছে
কোদালের সাহায্যে মাটি কেটে জমি প্রস্তুত করছেন এক চাষি
জমিতে কীটনাশক দেওয়া হচ্ছে
গাছ থেকে শিম সংগ্রহ করছেন এক কৃষক
খেত থেকে মুলা তোলার পর তা ঝুড়িতে করে নিয়ে যাচ্ছেন এক কৃষক
কুমড়া ফুল সংগ্রহ করেছেন একজন
মাঠ থেকে পুঁইশাক তোলা হচ্ছে
জমে থাকা পানিতে মুলা ধুয়ে নিচ্ছেন একজন।
খেত থেকে সংগ্রহ করা শাক ও মুলা ভ্যানে তোলা হচ্ছে