শ্রম-ঘাম-সংগ্রামের জীবন

আজ ১ মে, মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। দিবসটি উপলক্ষে বাংলাদেশের শ্রমজীবী মানুষের শ্রম-ঘাম-সংগ্রামের জীবন নিয়ে এবারের ছবির গল্প।

প্রচণ্ড গরমের মধ্যে ডকইয়ার্ডে কাজ করছেন এক শ্রমিক। কেরানীগঞ্জ, ঢাকা।
ছবি: শুভ্র কান্তি দাশ
তীব্র রোদের মধ্যে ইটভাটায় কাজ করছেন একদল শ্রমিক। লঞ্চঘাট, বাংলাবাজার, পাবনা
মাথায় কয়লা তুলছেন শ্রমিকেরা। লঞ্চঘাট, বাংলাবাজার, পাবনা
জাহাজ মেরামতের কাজ করতে গিয়ে ঘামে ভিজে গেছেন শ্রমিক। দুই নম্বর কাস্টমঘাট, খুলনা
হাতুড়ি দিয়ে ইট ভাঙছেন এক শ্রমিক। দপদপিয়া সেতু এলাকা, বরিশাল।
প্রখর রোদের মধ্যে পিকআপে করে ডেকোরেটরের মালামাল নিয়ে ঝুঁকিপূর্ণভাবে গন্তব্যে যাচ্ছেন একদল শ্রমিক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, দাউদকান্দি, কুমিল্লা
বাড়ির উঠানে তাফালে জ্বাল দিয়ে ঝোলা গুড় তৈরি করছেন দুই নারী। ভোজের ডাঙ্গি এলাকা, ফরিদপুর
প্রখর রোদে জাহাজ মেরামত কারখানার কাজ করছেন এক নারী শ্রমিক। দুই নম্বর কাস্টমঘাট, খুলনা
জাহাজ নির্মাণের নানা ধরনের যন্ত্রপাতি তৈরির জন্য কারখানায় লোহা গলানোর কাজ করছেন শ্রমিকেরা। কেরানীগঞ্জ ডকইয়ার্ড, ঢাকা