ভবনে আটকে পড়াদের বাঁচানোর চেষ্টা

রাজধানীর গুলশান-২ নম্বরের বহুতল ভবনের আগুন রোববার রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যায় আগুন লাগার পর থেকেই বিভীষিকাময় সময় কেটেছে ভবনটির বাসিন্দাদের। এ সময় চোখে পড়েছে ফায়ার সার্ভিসের তৎপরতা। আগুন নেভানোর পাশাপাশি ভবনের বাসিন্দাদের উদ্ধারে চেষ্টার কমতি রাখেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের ঘটনায় একজন মারা গেছেন। আর আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

দাউ দাউ করে জ্বলছে আগুন। মই ব্যবহার করে আগুনের কাছাকাছি গিয়ে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
দাউ দাউ করে জ্বলছে আগুন। মই ব্যবহার করে আগুনের কাছাকাছি গিয়ে পানি ছিটাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা
আগুন নেভাতে চেষ্টার কমতি রাখেননি ফায়ার সার্ভিসের কর্মীরা
আগুনের তাপ আর ধোঁয়া থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নেন বারান্দায়
ভবন থেকে উদ্ধার করে আনা হচ্ছে এক শিশুকে
ভবনটির পাশের রাস্তায় ফায়ার সার্ভিসের কর্মীরা
ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টায় ফায়ার সার্ভিসের এক কর্মী