রাত পোহালেই শুভ বড়দিন। এ উপলক্ষে গির্জাগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টধর্মাবলম্বীরা ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করবেন। রাজধানীতে গির্জা ও হোটেলগুলো সাজানো হচ্ছে বর্ণিল সাজে।
তেজগাঁওয়ে জপমালা রাণীর গির্জায় চলছে সাজসজ্জা।
বিজ্ঞাপন
জপমালা রাণীর গির্জা নানা রকম বাতি লাগিয়ে আলোকসজ্জা করছে।
বিজ্ঞাপন
কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জার ফটকে নিরাপত্তার দায়িত্বে রয়েছে একদল পুলিশকাকরাইলে হলরুমে শেষ মুহূর্তের সাজসজ্জাফুল ও বেলুন দিয়ে সাজাচ্ছে সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা।কাকরাইলের সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা দেখতে এসে ছবি তুলছেন এক নারীসেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জায় প্রতীকী গোয়ালঘর তৈরি করা হয়েছে। বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বেলুন ওড়ানো হয় কাকরাইলে।ছোট ঘর ও ক্রিসমাস ট্রিতে সেজেছে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল।বাহারি সাজে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল।