পাহাড়ে জলকেলি উৎসব

নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে সাংগ্রাইং উৎসবের মৈত্রী পানিবর্ষণ অনুষ্ঠিত হলো। একে জলকেলি বা জল উৎসবও বলা হয়। নানা বয়সের কয়েক হাজার মানুষ এই পানিবর্ষণে অংশ নেন। মাঠে দুই সারিতে মুখোমুখি দাঁড়িয়ে একদল তরুণ-তরুণী পরস্পরের দিকে পানি ছিটান। পরে বাকি সবাইও তাতে যোগ দেন। পানির বোতল কিংবা ওয়াটার গান—হাতের কাছে যা পান, তা দিয়েই ভেজান একে অপরকে। শহরজুড়ে চলেছে পানি খেলা। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী এমনকি বয়স্ক মানুষেরাও একে অপরের গায়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নেন। আনন্দ-উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল হয়ে ওঠে পুরো পার্বত্য জেলা বান্দরবান। গত সোমবার বান্দরবানের রাজার মাঠে।

জলকেলি উৎসব শুরু হওয়ার আগে পানির সামনে বসা পাহাড়ি তরুণীরা।
পানিবর্ষণে মেতেছেন তরুণীরা।
তরুণীরা পানিবর্ষণ করছেন।
পানিতে ভিজেছে একদল তরুণী।
ছেলে–মেয়েরা জল উৎসবে মেতেছে।
শিশুদের গায়ে পানি ছিটানো হচ্ছে।
পানি ছিটাচ্ছেন এক তরুণী।
পানি ছিটিয়ে যাচ্ছে দুই শিশু।
ওয়াটার গান দিয়ে একে অন্যকে পানি দিচ্ছে শিশুরা।
ওয়াটার গান দিয়ে পানি ছিটাচ্ছে এক শিশু।
জলকেলি উৎসবে রঙিন পোশাকে সেজেছে শিশুরা।
পানি খেলা শেষে বের হয়ে আসছেন দুই তরুণী।