পাঁচ–ছয় মাস শুষ্ক থাকার পর বর্ষায় নতুন পানিতে যেন প্রাণ ফিরে পায় হাওরগুলো। প্রকৃতিতে যোগ করে ভিন্ন রকম এক সৌন্দর্য। এ সময় হাওরে স্রোত থাকে একটু বেশি। তবে হাওরপাড়ের শিশু-কিশোরেরা স্রোতের তোয়াক্কা না করে বিস্তীর্ণ জলরাশিতে দুরন্তপনায় মেতে ওঠে। সিলেট সদরের বাউয়ারকান্দি হাওরে এক আষাঢ়ের দুপুরে তেমনি একদল শিশু–কিশোরের দেখা মিলল।