চট্টগ্রামে রথযাত্রা

চট্টগ্রাম নগরের কয়েকটি স্থানে হাজারো নারী-পুরুষের অংশগ্রহণে রোববার (৭ জুলাই) সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় থেকে রথযাত্রা বের হয়। সেই আয়োজন নিয়ে এই ছবির গল্প—

রথযাত্রায় অংশ নিয়েছে শিশুটি
রথযাত্রায় অংশ নিয়েছে শিশুটি
রথযাত্রায় দেবী কালীর সাজে একজন
শ্রীকৃষ্ণ ও রাধার সাজে সেজেও রথযাত্রায় এসেছিলেন অনেকে
রথযাত্রায় হাতি বানিয়ে তার ওপর বসানো হয়েছে জগন্নাথদেবের প্রতিমা
ঐতিহাসিক কুরুক্ষেত্রের যুদ্ধের বিভিন্ন চরিত্র ফুটিয়ে তোলা হয় রথযাত্রায়
হাতে হাত মিলিয়ে অনেকে একসঙ্গে রথ টানেন
নারী-পুরুষনির্বিশেষে রথ টেনে নিয়ে যান
রথযাত্রায় রঙের বাজি ফোটান অনেকেই
রথযাত্রায় জগন্নাথদেবের সাজে এসেছিল শিশুরা
রথযাত্রায় আনা হয় মহাদেব শিবের প্রতিকৃতি
রথযাত্রা থেকে বিভিন্ন রকমের প্রসাদ দেওয়া হয় ভক্তদের
প্রণাম করছেন এক নারী
নানা সাজে সজ্জিত হয়ে বাদ্য বাজিয়ে রথযাত্রায় অংশ নেয় হাজারো মানুষ