বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ হচ্ছে রাজধানীর গোলাপবাগ মাঠে। মাঠটি কানায় কানায় পূর্ণ। মাঠের আশপাশের এলাকায়ও নেতা–কর্মীদের ভিড় আছে। আর এ গণসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ঢাকার পরিবহনমালিকেরা আজ শনিবার সমাবেশের দিন বাস চালানোর ঘোষণা আগে দিলেও সড়কে বাস খুবই কম। এতে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েছেন অনেকেই। মানুষের ভরসা রিকশা আর সিএনজিচালিত অটোরিকশা।
বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ চলছে রাজধানীর গোলাপবাগ মাঠে। ছবিটি বেলা ১১টার সময় তোলাবিএনপির নেতা-কর্মীদের জন্য ট্রাকে করে পানি ও খাবার দেওয়া হচ্ছেরাজধানীর গাবতলী এলাকায় সরকারদলীয় নেতা–কর্মীদের অবস্থানসড়কে গণপরিবহন না থাকায় হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকেই। গাবতলী এলাকা গোলাপবাগ মাঠের বাইরে বিএনপির নেতা–কর্মীরাগোলাপবাগ এলাকায় হেলিকপ্টার টহলরাজধানীর গাবতলী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশিগাবতলী এলাকায় মোটরসাইকেল নিয়ে ছাত্রলীগের মহড়া। কারও কারও হাতে রডও দেখা যাচ্ছেরাজধানীর মিরপুর–১ নম্বর এলাকায় যানবাহন ও মানুষের উপস্থিতি কম