সাঙ্গু নদে নৌকাবাইচ

নদীমাতৃক বাংলাদেশে ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ। আবহমান বাংলার এই ঐতিহ্যকে তুলে ধরতে গতকাল শনিবার জেলা শহরের উজানীপাড়া সাঙ্গু নদের ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা পরিষদের সার্বিক সহযোগিতা ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে এ নৌকাবাইচ হয়। এই বাইচ দেখতে কুয়াশামাখা সকালেই নানা বয়সী মানুষ নদের পাড়ে ভিড় করেন। তাঁরা হইচই, আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে উপভোগ করেন প্রতিযোগিতা। সাঙ্গু নদের পাড় থেকে ছবিগুলো তোলা হয়েছে...

নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে অনেক মানুষ নদের পাড়ে ভিড় করে আছেন।
নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করতে অনেক মানুষ নদের পাড়ে ভিড় করে আছেন।
প্রতিযোগিতায় অংশ নিতে নিজ নিজ দলের নৌকা নিয়ে প্রস্তুত হচ্ছেন প্রতিযোগীরা।
বেজেছে বাঁশি, শুরু হয়ে গেছে প্রতিযোগিতা। নারী ও পুরুষদের মোট ১৮টি দল এদিন প্রতিযোগিতায় অংশ নেয়।
নৌকায় বসে দ্রুততার সঙ্গে দক্ষ হাতে বইঠা চালিয়ে অন্যদের পেছনে ফেলে এগিয়ে যেতে মরিয়া প্রতিযোগীরা।
শুধু পুরুষ দল নয়, নারী নৌকাবাইচ দলও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। একেকটি নৌকায় আটজন করে প্রতিযোগী ছিলেন।
প্রতিযোগিতা চলার মধ্যেই বাইচে অংশ নেওয়া একটি নৌকা আংশিক ডুবে যায়। এ সময় পানিতে পড়ে যান কয়েকজন প্রতিযোগী।
বিদেশি কয়েকজন দর্শকও নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে এসেছিলেন। অনুষ্ঠান পরিচালনা কমিটির সদস্যরা তাঁদের স্বাগত জানাচ্ছেন।
হাতের বইঠা উঁচিয়ে দৌড়ের শেষ সীমানা অতিক্রম করেছে একটি নারী বাইচ দল।
বিজয়ী দলের হাতে বিজয়ী ট্রফি ও পুরস্কারের অর্থ তুলে দিচ্ছেন অতিথিরা।
দর্শকদের আনন্দ বাড়াতে অনুষ্ঠানে ছিল নৃত্যের আয়োজন। কয়েকজন পাহাড়ি তরুণী নিজেদের ঐতিহ্যবাহী সাজে নৃত্য পরিবেশন করছেন।