নদীমাতৃক বাংলাদেশে ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ। আবহমান বাংলার এই ঐতিহ্যকে তুলে ধরতে গতকাল শনিবার জেলা শহরের উজানীপাড়া সাঙ্গু নদের ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা পরিষদের সার্বিক সহযোগিতা ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদের আয়োজনে এ নৌকাবাইচ হয়। এই বাইচ দেখতে কুয়াশামাখা সকালেই নানা বয়সী মানুষ নদের পাড়ে ভিড় করেন। তাঁরা হইচই, আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে উপভোগ করেন প্রতিযোগিতা। সাঙ্গু নদের পাড় থেকে ছবিগুলো তোলা হয়েছে...