গত কয়েক দিনের অস্থির পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকা নোংরা হয়েছে। পরিচ্ছন্নতার কাজও হচ্ছে না। এমন পরিস্থিতিতে নগর পরিচ্ছন্ন রাখার কাজে নেমে পড়েছেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষও যোগ দিয়েছেন। আজ বুধবার সকাল থেকে শুরু হয় এই পরিচ্ছন্নতা অভিযান। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তোলা ছবি।
দেয়ালে আঁকা গ্রাফিতি রং দিয়ে মুছে ফেলছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায়ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন দেয়ালের নানা প্রতিবাদী লিখন মুছে ফেলছেন শিক্ষার্থীরামিন্টো রোডে ফুটপাতের পাশে পড়ে থাকা আবর্জনা পরিষ্কারের কাজ করছেন কয়েকজন শিক্ষার্থীধানমন্ডি–২ নম্বর একটি বাড়ির দেয়ালে লেখা মুছছেন কয়েকজনহোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কদ্বীপের ভাস্কর্যে আঁকা লিখন মুছতে কাজ করছেন কয়েকজনরং দিয়ে দেয়ালে আঁকা নানা প্রতিবাদী লেখা মুছছেন কয়েকজন শিক্ষার্থীআবর্জনা পরিষ্কারে কাজ করছেন কয়েকজন। মিন্টো রোড এলাকায়নিউ বেইলি রোডে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের দেয়ালের গ্রাফিতি মুছতে কাজ করছেন কয়েকজনআবর্জনা পরিষ্কারে কাজ করছেন কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনেমিরপুরের ইসিবি চত্বরে আবর্জনা পরিস্কারে দেখা যায় শিশু থেকে বড়—সবাইকেদেয়ালের লেখা মুছতে কাজ করছেন কয়েকজন। মিরপুরের ইসিবি চত্বরেসাভারের রেডিও কলোনি এলাকায় সড়ক থেকে আবর্জনা সরানোর কাজে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষকেও দেখা যায়