হালখাতা তৈরিতে ব্যস্ততা

নতুন বাংলা বছর ১৪৩২ সমাগত। নববর্ষকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি। নতুন বাংলা বছরের প্রথম দিন দোকানে দোকানে খোলা হয় নতুন হিসাব, যা ‘হালখাতা’ নামে পরিচিত। এর জন্য ব্যবসায়ীরা ব্যবহার করেন নতুন খাতা। সেই খাতা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী, কারিগর ও শ্রমিকেরা। প্রতিটা খাতা আকার ও মান ভেদে বিক্রি করা হয় ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। হালখাতা নিয়ে ছবির গল্প।

হালখাতার কাগজ চাপা দিয়ে রাখা হয়েছে।
হালখাতার কাগজ চাপা দিয়ে রাখা হয়েছে।
হালখাতার কাগজ কেটে ক্রমিক পৃষ্ঠা ঠিক করা হচ্ছে।
হালখাতায় ক্রমিক নম্বর বসানো হচ্ছে।
হালখাতায় ব্যবহারের জন্য সিল সাজানো হচ্ছে।
হালখাতা প্রস্তুতে ব্যস্ত কারিগরেরা।
হালখাতা তৈরির কাজ চলছে।
শেষ পর্যায়ের কাজ চলছে।
সাজিয়ে রাখা হয়েছে হালখাতা।
বিভিন্ন প্রতিষ্ঠানের হালখাতা প্রস্তুতের পর পাঠানোর জন্য রাখা হয়েছে।