শরৎকাল ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর ধান্ডমন্ডিতে মাইডাস সেন্টারে মেলার আয়োজন করা হয়েছে। বারুণী ও ত্রিনয়নী নামে দুই দিনব্যাপী এ মেলার শেষ দিন ছিল আজ শনিবার। দুই দিনই ক্রেতা ও দর্শনার্থীদের পদচারণে মুখর ছিল মেলার প্রাঙ্গণ। সম্পূর্ণ বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে মেলার উদ্যোক্তাদের পণ্যে ও সাজসজ্জায়। মেলার দুই অংশে ৬৪টি স্টল ছিল।