পাবনায় স্বাস্থ্য অলিম্পিয়াড

যক্ষ্মার বিস্তার রোধ ও স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরিতে বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে স্বাস্থ্য অলিম্পিয়াড। আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএসএআইডির অর্থায়নে ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো এই স্বাস্থ্য অলিম্পিয়াডের আয়োজন করেছে। এতে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। ভ্যাপসা গরম উপেক্ষা করে শুক্রবার পাবনায় অনুষ্ঠিত স্বাস্থ্য অলিম্পিয়াডে অংশ নিয়েছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুক্রবার পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলে।

সকাল ৯টা বাজতেই শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে পাবনা জেলা শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুল প্রাঙ্গণ।
প্রখর রোদ, সঙ্গে ভ্যাপসা গরম। লাইনে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের উদ্দেশে কথা বলছেন অতিথিরা।
পায়রা উড়িয়ে অলিম্পিয়াডের উদ্বোধন করেন অতিথিরা।
পরীক্ষার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে বন্ধুসভার বন্ধুদের।
প্রাথমিক শাখার পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল বেশ।
পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থীরা।
মেয়েদের পাশাপাশি ছেলেরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা।
খাতা মূল্যায়নের অবসরে নানা ধরনের রম্য বিতর্কে ব্যস্ত শিক্ষার্থীরা।
ভেন্যু প্রদানের জন্য সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজন শেষে মেডেল ও সনদ হাতে উচ্ছ্বসিত বিজয়ীরা।