তিন জেলায় কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

দেশের তিন জেলায় আজ সোমবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলোর উদ্যোগে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। আজ সংবর্ধনা দেওয়া হয় সিরাজগঞ্জ, নড়াইল ও বরিশালে। সংবর্ধনা অনুষ্ঠানের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।

শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের সেলফি স্ট্যান্ডে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। শেখ রাসেল স্মৃতি পৌর শিশুপার্ক, সিরাজগঞ্জ
ছবি: সোয়েল রানা
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিল্পীদের গানের সঙ্গে নেচেগেয়ে আনন্দ উপভোগ করে শিক্ষার্থীরা। শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশুপার্ক, সিরাজগঞ্জ
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাস্থলের মাঠে ঘুরছে উটপাখি। শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশুপার্ক, সিরাজগঞ্জ
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসবে সেলফি তুলছে কৃতী শিক্ষার্থীরা। শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশুপার্ক, সিরাজগঞ্জ
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসবে নাচ পরিবেশন করেন বন্ধুসভার বন্ধুরা। শহীদ শেখ রাসেল স্মৃতি পৌর শিশুপার্ক, সিরাজগঞ্জ
শিখো-প্রথম আলো জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা। নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, নড়াইল
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, নড়াইল
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা ক্রেস্ট নিয়ে ছবি তুলছে। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল নগর
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা তাদের ক্রেস্ট সংগ্রহ করছে। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল নগর
সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল নগর
সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন বন্ধুসভার সদস্যরা। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল নগর
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে গান পরিবেশনের সময় উল্লাস করছে শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমি, বরিশাল নগর