দেশের তিন জেলায় আজ সোমবার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলোর উদ্যোগে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। দেশের ৬৪ জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হচ্ছে। আজ সংবর্ধনা দেওয়া হয় সিরাজগঞ্জ, নড়াইল ও বরিশালে। সংবর্ধনা অনুষ্ঠানের কিছু চিত্র দিয়ে ছবির গল্প।