উড়ালসড়কে চলছে যানবাহন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা উড়ালসড়ক গত শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকাল ছয়টা থেকে পুরোদমে সাধারণ যানবাহন চলাচল শুরু হয়েছে। সেতু বিভাগ সূত্রে জানা গেছে, সকাল ছয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত প্রথম ৯ ঘণ্টায় উড়ালসড়ক দিয়ে ৭ হাজার ৭৩৩টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ৬৭৪টি যানবাহন উঠেছে কাওলা প্রান্ত থেকে। এরপর তেজগাঁও দিয়ে উঠেছে ১ হাজার ৪২১টি যানবাহন। প্রথম ৯ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৬ লাখ ২৯ হাজার ২৮০ টাকা। ভোরে চলাচল শুরুর পর প্রথম তিন ঘণ্টায় উড়ালসড়ক দিয়ে ২ হাজার ১১৭টি যানবাহন পারাপার হয়েছে। ছয়টি টোল প্লাজা দিয়ে এসব যানবাহন ওঠানামা করেছে।

উড়ালসড়কের কুড়িলের টোল প্লাজায় টোল দিচ্ছে যানবাহন
রাজধানীর কাকলীর টোল প্লাজায় একটি প্রাইভেট কারের টোল নেওয়া হচ্ছে
কাকলী এলাকায় উড়ালসড়কের ওপরে চলছে যাবাহন কিন্তু নিচে দেখা দিয়েছে যানজট
তেজগাঁয়ে উড়ালসড়কে উঠছে প্রাইভেট কার
কুড়িল সড়ক দিয়ে এঁকেবেঁকে গিয়েছে উড়ালসড়কটি
কাকলীর উড়ালসড়কে চলছে গাড়ি
বনানীতে উড়ালসড়কের নিচে সৃষ্ট যানজট
ফার্মগেট এলাকায় বিকেলে অফিস ছুটির পর র‍্যাম্প দিয়ে নেমে আসা গাড়িগুলো যানজটে আটকা পড়ে