চৈত্রের গরমে পাখির তৃষ্ণা নিবারণ

সিলেটে চৈত্রের শুরুতে বেড়েছে তাপমাত্রা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ প্রখর হচ্ছে, বাড়ছে গরম। চৈত্রের প্রখর রোদ ও গরমে হাঁপিয়ে উঠছে পাখিকুল। হাঁপিয়ে ওঠা পায়রা, শালিক ও চড়ুই পাখি পানির পাইপে মুখ লাগিয়ে তৃষ্ণা নিবারণ করছে। সিলেট রেলওয়ে স্টেশনে গরমে পাখিকুলের তৃষ্ণা নিবারণের দৃশ্য নিয়ে ছবির গল্প।

পাইপ থেকে পানি পড়ছে। পাশে এসে বসেছে পায়রা।
পাইপ থেকে পানি পড়ছে। পাশে এসে বসেছে পায়রা।
উড়ে এসে পানির পাইপে বসেছে একটি পায়রা।
উড়ে এসে পানির পাইপে বসেছে একটি পায়রা।
পানির তেষ্টা মিটিয়ে উড়ে যাচ্ছে একটি পায়রা।
পানির তেষ্টা মিটিয়ে উড়ে যাচ্ছে একটি পায়রা।
পানির পাইপে ঠোঁট লাগিয়ে তৃষ্ণা নিবারণ করছে একটি পায়রা।
পানির পাইপে বসে তৃষ্ণা মেটাচ্ছে একাধিক পায়রা।
পানি পান করতে এসেছে একটি পায়রা।
নিচে জমে থাকা পানিতে গা ভিজিয়ে নিচ্ছে চড়ুই পাখি।
তৃষ্ণা মেটাতে এসেছে শালিক পাখিও।
পানির পাইপে বসে আছে চড়ুই পাখি।