খুলনা সিটি করপোরেশন নির্বাচন। আজ সোমবার সকাল আটটা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন ভোটকেন্দ্রের পরিস্থিতি দেখে নিন ছবিতে।
স্ত্রী সৌদি আক্তার গেছেন কেন্দ্রের ভেতরে ভোট দিতে। দুই মাসের শিশু আব্রাহামকে নিয়ে কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে আছেন বাবা এস এম আরাফাত হোসেন। দুপুর ১২টা, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ভোটকেন্দ্রঅপেক্ষায় ভোটাররা। সকাল সাড়ে নয়টা, হাজী ফয়েজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রসকালের দিকে ভোটকেন্দ্র ফাঁকা। সকাল পৌনে নয়টা, বয়রা পুলিশ লাইন স্কুল ভোটকেন্দ্রদুপুরের দিকেও এই ভোটকেন্দ্র ফাঁকা। দুপুর ১২টা, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন ভোটার। সকাল আটটার দিকে, বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন ভোটকেন্দ্রআওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক ভোট দিচ্ছেন। সকাল সোয়া নয়টা, পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র ভোট দেওয়ার পর আঙুলে লাগানো হচ্ছে অমোচনীয় কালি। সকাল আটটার দিকে, বিকে ইউনিয়ন ইনস্টিটিউশন ভোটকেন্দ্রভোটারকে সহযোগিতা করছেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মীরা। তিতুমীর স্কুল কেন্দ্র, মুজগুন্নী