সুন্দর পাখিটির নাম জলময়ূর। ইংরেজিতে একে বলা হয় ফিজ্যান্ট-টেইল্ড জাকানা (Pheasant-tailed jacana)। জলচর এই পাখির বৈজ্ঞানিক নাম হাইড্রোফাজিয়ানাস চিরারগাস (Hydrophasianus Chirurgus)। এরা নেউ, নেউপিপি, পদ্মপিপি বা মেওয়া নামেও পরিচিত।
জলময়ূরের মাথা ও গলার রং সাদা। ঘাড় সোনালি হলুদ, পিঠ চকলেট রঙের। ডানার পাশটা ধবধবে সাদা। পেটের নিচে কালচে। এরা শীত মৌসুমে রং বদলায়। চকলেট থেকে ফিকে বর্ণ ধারণ করে এবং বুকের ওপরে ‘ভি’ আকৃতির কালো হারের মতো দেখা যায়। দেহের তুলনায় লেজ বেশ লম্বা, বাঁকানো।
বিল, হাওর, বাঁওড় বা বড় জলাশয়ে জলময়ূরের বাস। শস্যদানা, জলজ ফল ও কীটপতঙ্গ খেয়ে বেঁচে থাকে। খাবারের প্রাচুর্যতা ও বাসা তৈরির সুবিধা থাকায় পদ্মবিল এদের প্রিয় আবাস। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এদের প্রজনন মৌসুম। পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ডিকশির বিল থেকে গতকাল রোববার ছবিগুলো তোলা।