চট্টগ্রামে বইমেলা

চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধন হয়েছে ৯ ফেব্রুয়ারি। ওই দিন থেকে মেলায় ভিড় করেন পাঠকেরা। পছন্দের বই কিনতে স্টলে স্টলে ব্যস্ত সময় কাটে তাঁদের। লোকসমাগম হওয়ায় খুশি মেলার আয়োজক ও বিক্রেতারা। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে এই মেলা। এই সময় শিশু থেকে শুরু করে নানা বয়সের লোকজন আসেন বই দেখতে ও কিনতে। কখনো কখনো স্টলে পছন্দের লেখকের দেখা পেয়ে উচ্ছ্বসিত হন পাঠকেরা। প্রিয় লেখকের বই কিনে এবং তাঁর সঙ্গে ছবি তুলে ও অটোগ্রাফ নিয়ে খুশি হন অনেকে।

উদ্বোধনের দিন থেকে এভাবে মেলায় ভিড় করছেন লোকজন।
প্রথমার স্টলে পছন্দের বই দেখছেন পাঠকেরা।
বিভিন্ন বয়সের লোকজন বই দেখছেন স্টলে।
বসে বই পড়ার ব্যবস্থা আছে বিদ্যানন্দের স্টলে।
মন দিয়ে বই দেখছেন একজন।
দেখে, পড়ে বই কিনছেন ক্রেতারা।
চার মাস বয়সী শিশু প্রতীতিকে বই দেখাচ্ছেন মা।
বসন্তের সাজে মেলাতে এসেছেন তিন তরুণী।
দল বেঁধে স্টলে বই দেখছে শিক্ষার্থীরা।
বই দেখতে ব্যস্ত দুই শিশু।
পছন্দের বই খুঁজছেন পাঠক।