হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগী

দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও বাড়ছে। রাজধানীর দক্ষিণ সিটি এলাকার হাসপাতালগুলোয় এখন ডেঙ্গু রোগীর ভিড়। অন্যদিকে উত্তর সিটির রোগীর চিত্র কিছুটা ভিন্ন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু রোগী। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালের গত বুধবার থেকে গতকাল শুক্রবার—এই তিন দিনের চিত্র।

ধোলাইখাল থেকে আসা দুই মাসের শিশু উম্মে হাবিবা কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি। তাকে দেখভাল করছেন মামি ইমা আফরোজ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
স্যালাইন লাগিয়ে বেডে নিয়ে যাওয়া হচ্ছে ডেঙ্গু আক্রান্ত এক শিশুকে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
হাসপাতালে ভর্তি যাত্রাবাড়ীর বাসিন্দা নয়নের সেবা করছেন তাঁর স্ত্রী সোনিয়া। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
হাসপাতালের করিডরে বসানো হয়েছে বেড। সেখানে এক ডেঙ্গু রোগীকে চিকিৎসা দিচ্ছেন নার্স। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
ডেঙ্গু ওয়ার্ডের কোনো বেড খালি নেই। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
এক ডেঙ্গু রোগীর পাশে উদ্বিগ্ন স্বজন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
শিশু ওয়ার্ডে জায়গা না থাকায় হাসপাতালের সিঁড়ির পাশে মেঝেতে রোগী রেখে দেওয়া হচ্ছে চিকিৎসা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
হাসপাতালের বেডে ঘুমাচ্ছে ডেঙ্গু আক্রান্ত এক শিশু। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন মা। অন্য স্বজনের সঙ্গে মাকে দেখতে এসেছে ছোট্ট শিশুটি
ডেঙ্গু ওয়ার্ডের একটি বেডও আর ফাঁকা নেই। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল
ডেঙ্গু রোগীদের জন্য নেই কোনো আলাদা ওয়ার্ড। সাধারণ রোগীদের সঙ্গে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী ঘুমিয়ে পড়েছেন, পাশে তাঁর স্বজন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল