ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে সতর্কতা

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা এখন বাংলাদেশের দিকে আসছে। তাই সংকেত পাল্টানো হলো। আগামী রোববার দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপের ওপর দিয়ে মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়া দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজারকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিদ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে।

নৌযানগুলো সাগর থেকে নিরাপদ স্থানে তোলা হচ্ছে। মুন্ডার ডেইল ও বাহারছড়া ঘাট, টেকনাফ
ছবি: গিয়াস উদ্দিন
সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় সম্পর্কে লোকজনকে সচেতন করতে শুক্রবার বিকেলে মাইকিং করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমানের নেতৃত্বে মাইকিং করা হয়। বাজার এলাকা, সেন্ট মার্টিন
ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় প্রস্তুত জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে। উত্তর কাট্টলী, চট্টগ্রাম
সেন্ট মার্টিন দ্বীপের মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য কাঠের ট্রলার দূরে টেকনাফ সদরে আশ্রয় নিচ্ছেন। জেটিঘাট এলাকা, সেন্ট মার্টিন
নিরাপদ আশ্রয়ে যেতে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের ট্রলারে রওনা হয়েছে মানুষ। জেটিঘাট এলাকা, সেন্ট মার্টিন
ভ্যানে করে নিরাপদ স্থানে জাল নিয়ে যাচ্ছেন জেলেরা। বেড়িবাঁধ জেলেপাড়া, আকমল আলী সড়ক, চট্টগ্রাম
ঘূর্ণিঝড় মোখার খবরে পর্যটকশূন্য কুয়াকাটা। সৈকতের জিরো পয়েন্ট, বরিশাল
জেলেরা কাঁধে করে জাল নিয়ে যাচ্ছেন নিরাপদ স্থানে। বেড়িবাঁধ জেলেপাড়া, আকমল আলী সড়ক, চট্টগ্রাম
ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার আগেই সাগর থেকে জাল তুলেছেন জেলেরা। বেড়িবাঁধ জেলেপাড়া, আকমল আলী সড়ক, চট্টগ্রাম
ঘূর্ণিঝড় মোখার কারণে লাইটার জাহাজগুলো কর্ণফুলী নদীতে রাখা হয়েছে। শাহ আমানত সেতু, চট্টগ্রাম