চট্টগ্রামে রোজায় ইফতারির জন্য নগরে বিভিন্ন এলাকা, হোটেল-রেস্তোরাঁ, দোকানপাট থেকে ফিরনি কেনার ধুম পড়ে যায়। বিশেষ করে নগরের আরমানের ফিরনির ঐতিহ্য অনেক দিনের। রমজানে তাদের হোটেল বন্ধ থাকলেও অবসর নেই কর্মীদের। চলছে ছোটাছুটি। হোটেলের সামনে কয়েকটি ভ্যানের ওপর থরে থরে সাজিয়ে রাখা হয়েছে ফিরনির প্যাকেট। প্রায় ৩৫ বছর ধরে তারা নিরবচ্ছিন্নভাবে ফিরনি বিক্রি করে যাচ্ছে।