উত্তরার দিয়াবাড়ি কোরবানির পশুর হাট

ক্রেতা-বিক্রেতার হাঁকডাক ও দরাদরিতে মুখর হয়ে উঠেছে ঢাকার উত্তরার দিয়াবাড়ি কোরবানির পশুর হাট। এই হাটে মাঝারি আকারের দেশি গরু-ছাগল বেশি উঠেছে। সকাল থেকে শুরু হয়েছে কেনাবেচা। এর পর থেকে সারা দিন দেখা যায় ক্রেতাসমাগম।

কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে।
কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভিড় বাড়ছে।
গরুকে খাওয়াচ্ছেন এক বিক্রেতা।
বড় আকারের এই গরুর দর–কষাকষি চলছে।
গরু কিনে নিয়ে যাওয়ার সময় বিপাকে পড়তে হচ্ছে অনেককে।
পছন্দের গরু কিনে বাড়ির পথে তাঁরা।
বিক্রির আশায় একপাল ছাগল নিয়ে হাটে এসেছেন এক বিক্রেতা।
গরু কেনার পর সাজানো হচ্ছে।
হাট থেকে পছন্দের গরু দেখছেন ক্রেতা।
হাটে চলছে দর–কষাকষি।
উত্তরার দিয়াবাড়ি কোরবানির পশুর হাটের একাংশ।