ঢাকায় ট্রেনে ভয়াবহ আগুন

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এ নিয়ে দেশে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।

কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।
কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে।
আগুন কয়েকটি বগিতে ছড়িয়ে পড়েছিল।
দাউ দাউ করে জ্বলছে আগুন।
ট্রেনের জানালা দিয়ে হয়তো বের হতে চেয়েছিলেন। কিন্তু জানালায় (গোল চিহ্নিত) এসেই নিভে যায় জীবন প্রদীপ।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ট্রেনের যাত্রীদের আহাজারি।
আগুন দেখার সঙ্গে সঙ্গে এলাকাবাসী যে যার মতো করে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
একটি বগি থেকে ব্যাগে করে লাশ বের করে আনছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ট্রেনের পুড়ে যাওয়া একটি বগির ভেতরের দৃশ্য। এখানে যে কিছুক্ষণ আগেও প্রাণের ছোঁয়া ছিল, তা বোঝার উপায় নেই।
আগুন নেভানোর পর বগিগুলো পরিদর্শন করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।