ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লেগেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে ট্রেনটিতে আগুন লাগে। ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। এর আগে গত ১৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। এ নিয়ে দেশে গত ২৮ অক্টোবরের পর ট্রেনে আগুনের ঘটনায় মোট আটজনের মৃত্যু হলো।