হাতিরঝিলে শত শত মরা মাছ

রাজধানীর হাতিরঝিলে গতকাল শনিবার বিকেল থেকে মাছ মরে ভেসে উঠতে থাকে। আজ রোববার সকালে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পেছনের অংশে মরা এসব তেলাপিয়া  মাছ উঠিয়ে মাটিচাপা দিতে দেখা যায় ঝিলের রক্ষণাবেক্ষণে থাকা কর্মীদের। তাঁরা জানান, গত শুক্রবারের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা পানিতে মাছগুলো মরেছে। তাঁদের দাবি, প্রতিবছরই ভারী বৃষ্টিপাতে রাজধানীর অন্য এলাকা থেকে আসা পানিতে মাছ মরার ঘটনা ঘটে।

হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পেছনের অংশে হাতিরঝিলে ভেসে আছে শত শত মরা মাছ।
হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পেছনের অংশে হাতিরঝিলে ভেসে আছে শত শত মরা মাছ।
মরা মাছের সবই প্রায় তেলাপিয়া।
মরা মাছগুলো ভেসে ভেসে ড্রেনের দিকে জড়ো হচ্ছে।
ঝিল থেকে মরা মাছ তুলছেন পরিচ্ছন্নতাকর্মীরা।
প্রায় ৪০ জন কর্মী মরা মাছ তোলার কাজ করছেন।
স্পিডবোট থেকে জাল দিয়ে মাছ তুলে ডাঙায় আনা হচ্ছে।
ডাঙায় তোলা মাছগুলো মাটিচাপা দেওয়া হচ্ছে।