বোরোর চারা রোপণের ধুম

আগাম বোরো চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলায় ১ লাখ ৮৭ হাজার ৮১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেচযন্ত্রের জ্বালানি ও বিদ্যুতের দাম বেড়েছে। আরও বেড়েছে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি। এতে কৃষকদের খরচ বাড়ছে। গত সোমবার সকালে বগুড়ার গাবতলী উপজেলার বাইগুনি, কালুডাঙ্গা, পাররানীর পাড়া, রানীরপাড়া, উঞ্চুরকী গ্রামের মাঠ থেকে পাওয়া কয়েকটি চিত্র নিয়ে এই ছবির গল্প।

ডিজেলচালিত সেচযন্ত্রে পানি তুলে চাষাবাদ শুরু করেছেন কৃষক আবদুল বাসেদ মিয়া।
 ডিজেলচালিত সেচযন্ত্রে পানি তুলে চাষাবাদ শুরু করেছেন কৃষক আবদুল বাসেদ মিয়া।
জমির আইল কাটছেন একজন কৃষক।
জমিতে চাষ দেওয়া হয়ে গেছে। পানি ধরে রাখার জন্য আইল বেঁধে দিচ্ছেন একজন কৃষক।
রোপণের জন্য বোরোর চারা তুলছেন কৃষকেরা।
রোপণের জন্য বোরোর চারা বস্তায় তুলে নিয়ে যাচ্ছেন একজন কৃষক।
গামলায় করে চারা নিয়ে কৃষককে দিতে যাচ্ছেন একজন গৃহিণী।
হালচাষের জন্য এক জোড়া বলদ কিনেছেন কৃষক আবদুল বাসেদ। সেই বলদ দিয়ে হালচাষ শেষে বাড়িতে ফিরছেন তিনি।
জমিতে চারা রোপণে ব্যস্ত কৃষকের জন্য খাবার নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। সঙ্গে নিয়েছেন ভাগনেকে।
একদিকে সেচযন্ত্রের মাধ্যমে তোলা পানি জমিতে যাচ্ছে, অন্যদিকে বোরোর চারা রোপণ করছেন একজন কৃষক।
বোরো ধানের জমিতে পানি দেওয়া হচ্ছে শ্যালো মেশিন দিয়ে।