খেলার নাম ‘জুতা নেওয়া’

শিশুদের দুটি দল। মাঝে সারি করে কিছু জুতা সাজিয়ে রাখা হয়েছে। একদল জুতা পাহারা দেবে। আরেক দলের কাজ হলো ছোঁ মেরে সেখান থেকে জুতা নিয়ে পালিয়ে আসা। তবে মুখে অদ্ভুত শব্দ করে এক দমে জুতা নিয়ে আসতে হবে। পারলে ১০ পয়েন্ট। আর প্রতিপক্ষের হাতে ধরা পড়ে গেলে বা ছুঁয়ে দিলে, সে বাদ। এভাবেই খেলা চলে। খেলাটির নাম ‘জুতা নেওয়া’। সম্প্রতি খুলনার ডুমুরিয়া উপজেলার তেঁতুলিয়ায় একদল শিশুকে এই খেলা খেলতে দেখা গেল। এ নিয়ে ছবির গল্প।

খেলা শুরুর আগে শিশুদের মধ্যে দল ভাগাভাগি চলছে
খেলা শুরুর আগে শিশুদের মধ্যে দল ভাগাভাগি চলছে
সারি করে জুতা সাজিয়ে রাখা হয়েছে
প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে জুতা নিয়ে যাওয়ার চেষ্টায় এক শিশু
জুতা নিয়ে দৌড় দিয়েছে একটি শিশু। তাকে ধরার চেষ্টা প্রতিপক্ষের এক শিশুর
জুতা নিয়ে দৌড়ে ফেরার সময় প্রতিপক্ষের এক শিশু ছুঁয়ে দিয়েছে
খেলার মাঝে প্রতিপক্ষকে পরাস্ত করার কৌশল ঠিক করছে শিশুরা
প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে জুতা নিয়ে দৌড় দিচ্ছে এক শিশু
মাটিতে কাঠি দিয়ে দাগ কেটে দলীয় পয়েন্ট লিখে রাখা হচ্ছে