সিলেটের সীমান্তবর্তী ধলাই নদ। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা এই নদ কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ দিয়ে প্রবাহিত। নদের উৎসমুখ ভোলাগঞ্জ সাদাপাথর নামে পরিচিত। বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে ধরা দেয় ধলাই নদ। সম্প্রতি ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ
আনিস মাহমুদ সিলেট
শান্ত-স্নিগ্ধ ধলাই নদ
বিজ্ঞাপন
ধলাই নদের এমন সৌন্দর্যে মন ভরে যায়
বিজ্ঞাপন
পানি কমে যাওয়ায় নদের বিভিন্ন অংশে চর জেগেছে চরে কেউ হাঁটছেন, কেউ মাছ ধরছেন কম পানিতে পানি কমছে, চর জাগছে ধলাই নদের চরে গরু চরানো শেষে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি নদের বালুচরে হেঁটে যাচ্ছে গরুর পাল নদ থেকে কেউ বালু তুলছেন, কেউ আবার মাছ ধরছেন নদে পর্যটকবাহী নৌকা পড়ন্ত বিকেলে ধলাই নদ