শালমারা চরায় এক সকাল

বগুড়ার গাবতলী উপজেলার রানীর পাড়া গ্রামের পাশে বিস্তীর্ণ এক ফসলের মাঠ। স্থানীয়ভাবে মাঠটি ‘শালমারা চরা’ নামে পরিচিত। খাল-বিলঘেঁষা এই ফসলের মাঠকে কেন্দ্র করে সকাল থেকে কর্মমুখর থাকেন লোকজন। কেউ মাঠে কাজ করতে যান, কেউ যান মাছশিকারে। শালমারা চরা থেকে গতকাল রোববার সকালে ছবিগুলো তোলা।

শালমরা চরায় কাজ শেষে বাড়ি ফিরছেন দুই ব্যক্তি। জ্বালানি সংগ্রহ করে বিপরীত দিক দিয়ে আসছেন এক নারী
শালমরা চরায় কাজ শেষে বাড়ি ফিরছেন দুই ব্যক্তি। জ্বালানি সংগ্রহ করে বিপরীত দিক দিয়ে আসছেন এক নারী
মাঠে ছাগল চরাতে যাচ্ছেন এক কিষানি
বিলে মাছ শিকার করে বাড়িতে ফিরছেন একজন
হাটে বিক্রির জন্য ধান নিয়ে গ্রামের রাস্তা ধরে যাচ্ছেন দুই ভ্যানচালক
ফড়িং ধরার চেষ্টায় এক শিশু
ধানখেতে সার ছিটানোর প্রস্তুতি নিচ্ছেন এক কৃষক
খেতের ওপর উড়ে বেড়াচ্ছে কাস্তেচরা ও বক