বগুড়ার গাবতলী উপজেলার রানীর পাড়া গ্রামের পাশে বিস্তীর্ণ এক ফসলের মাঠ। স্থানীয়ভাবে মাঠটি ‘শালমারা চরা’ নামে পরিচিত। খাল-বিলঘেঁষা এই ফসলের মাঠকে কেন্দ্র করে সকাল থেকে কর্মমুখর থাকেন লোকজন। কেউ মাঠে কাজ করতে যান, কেউ যান মাছশিকারে। শালমারা চরা থেকে গতকাল রোববার সকালে ছবিগুলো তোলা।