ঈদ উপলক্ষে টুপির দোকানে ভিড় বাড়তে শুরু করেছে। টুপি, আতর আর জায়নামাজের দোকানে আসছেন অনেকে। সিলেট নগরের কুদরতউল্লাহ মার্কেটে রয়েছে টুপি, আতরের কয়েকটি দোকান। দোকান ও ফুটপাতে হরেক রকমের টুপি, আতরের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। বাহারি নকশা ও মানভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব টুপি।