আতর-টুপির দোকানে

ঈদ উপলক্ষে টুপির দোকানে ভিড় বাড়তে ‍শুরু করেছে। টুপি, আতর আর জায়নামাজের দোকানে আসছেন অনেকে। সিলেট নগরের কুদরতউল্লাহ মার্কেটে রয়েছে টুপি, আতরের কয়েকটি দোকান। দোকান ও ফুটপাতে হরেক রকমের টুপি, আতরের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। বাহারি নকশা ও মানভেদে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এসব টুপি।

টুপির দোকানে টুপি বিক্রির জন্য বসে আছেন বিক্রেতা
টুপির দোকানে টুপি বিক্রির জন্য বসে আছেন বিক্রেতা
টুপি বিক্রি চলছে
পছন্দের টুপি কিনতে ক্রেতাদের ভিড়
দোকানে থরে থরে সাজানো টুপি
ফুটপাতেও বাহারি সব টুপি বিক্রি চলছে
মানভেদে বিক্রি হচ্ছে এসব টুপি
ক্রেতার দৃষ্টি আকর্ষণে সাজিয়ে রাখা হয়েছে টুপি
টুপি বাছাই করছে শিশুটি
আতর কিনছেন অনেকেই