মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী রানি রাসমণি সৈকতে গতকাল শনিবার মহাতীর্থ বারুণী স্নানে অংশ নেন হাজারো সনাতনী ভক্তরা। দূরদূরান্ত থেকে ঋষি, মহারাজ, বৈষ্ণব, সাধু-সন্ন্যাসীরা স্নান উৎসবে যোগ দেন। এই দিনে নিজের ভালোর জন্য ও প্রয়াত স্বজনদের আত্মার শান্তির জন্য নির্দিষ্ট করা স্থানে স্নান করতে একত্র হন তাঁরা।
বঙ্গোপসাগরে স্নান করতে নেমেছেন হাজারো ভক্ত। সমুদ্রে নেমে শিং বাজান এক সন্ন্যাসী। এই দিনে হাজারো ভক্ত পুণ্যস্নান করতে আসেন। রানি রাসমণি ঘাটে স্নান করতে এসে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করছেন। ফুল ও ফল নিয়ে গঙ্গাস্নানে আসেন পুণ্যার্থীরা। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করছেন তাঁরা।সমুদ্রে স্নান করে উপড়ে উঠে আসছেন ভক্তরা। অনেকেই বোতলে করে বাড়িতে পানি নিয়ে যান। বৈষ্ণব, সাধু-সন্ন্যাসীরা স্নান উৎসবে যোগ দেন। এক সন্ন্যাসী মেলায় এসে একতারা বাজান। ঢোলের তালে নৃত্য পরিবেশন করছেন। গঙ্গাস্নানে যাচ্ছেন ভক্তরা।