সাথি ফসল হিসেবে যমুনার চরাঞ্চলে ব্যাপক আকারে তিলের চাষ করা হয়। কৃষকেরা মরিচ, বেগুন, শর্ষেসহ বিভিন্ন শাকসবজির খেতের ধারে তিলের চাষ করেন। এই মৌসুমে চরাঞ্চলে তিলের বাড়ন্ত গাছে ফুল ফুটতে শুরু করেছে। আসছে নানান প্রজাতির কীটপতঙ্গ। যত বেশি পতঙ্গের আগমন হয়, তত পরাগায়ন ঘটে। ফলে তিলের ফলন বৃদ্ধি পায়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর বাটিয়ায় তিল ফুলে কীটপতঙ্গের আনাগোনা নিয়ে আজকের ছবির গল্প।