ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকার চূড়ান্ত পর্বে পৌঁছেছে সাদার্ন ইউনিভাসিটি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, ইস্পাহানির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মহাব্যবস্থাপক মোহাম্মদ আনিসুজ্জামান, সিজেকেএসের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএসের ফুটবল সম্পাদক মোহাম্মদ আক্তারুজ্জামান, সিডিএফএর সভাপতি এস এম শহিদুল ইসলাম এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। গতকাল শনিবার চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ছবিগুলো তোলা।