দেশজুড়ে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা

বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রা বের হয়। সারা দেশ থেকে পাঠানো পয়লা বৈশাখের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নিয়ে ছবির গল্প

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রায় সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ অংশ নেন। পাওয়ার হাউস মোড়, খুলনা, ১৪ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা। দক্ষিণ মৌড়াইল, ব্রাহ্মণবাড়িয়া, ১৪ এপ্রিল
পয়লা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। পৌর পার্কের সামনে, গোপালগঞ্জ, ১৪ এপ্রিল
রাজশাহীতে পয়লা বৈশাখের শোভাযাত্রা। সাহেববাজার, রাজশাহী, ১৪ এপ্রিল
পয়লা বৈশাখ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রা বের করা হয়। কোর্ট পয়েন্ট, সিলেট, ১৪ এপ্রিল
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চাঁদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত। ১৪ এপ্রিল, চাঁদপুর
নববর্ষ উপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা। শহীদ হিটলু সড়ক, বগুড়া শহর, ১৪ এপ্রিল
বাংলা বর্ষবরণ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করে পাবনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এডওয়ার্ড কলেজ। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ১৪ এপ্রিল
কিশোরগঞ্জে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা। কালীবাড়ি মোড়, কিশোরগঞ্জ, ১৪ এপ্রিল
বাংলা নববর্ষ ১৪৩২ উদ্‌যাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শহরে বের করা হয় বর্ষবরণ শোভাযাত্রা। মুজিব সড়ক এলাকা, ফরিদপুর, ১৪ এপ্রিল
রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে শোভাযাত্রায় বিভিন্ন সম্প্রদায়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কোর্ট বিল্ডিং, রাঙামাটি, ১৪ এপ্রিল
বাংলা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা। সাতকানিয়া, চট্টগ্রাম, ১৪ এপ্রিল
চারুকলা বরিশালের আয়োজনে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন নারী–শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ। কালীবাড়ি রোড, বরিশাল, ১৪ এপ্রিল
সাংস্কৃতিক ঐক্য পরিষদের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রংপুরে। নিউ ইঞ্জিনিয়ার পাড়া, রংপুর, ১৪ এপ্রিল
প্রাণের উৎসব পয়লা বৈশাখে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। জেলা শহর, মানিকগঞ্জ, ১৪ এপ্রিল
নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে নগরের ময়মনসিংহ মহাবিদ্যালয় চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। ময়মনসিংহ, ১৪ এপ্রিল