পরিযায়ী পাখি খয়রা কাস্তেচরা

বর্ষার বৃষ্টিতে টইটম্বুর বুরঙ্গি বিল। পানি উপচে পড়েছে বিলের আশপাশের ফসলি জমিতে। সেখানে ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে খয়রা কাস্তেচরা পাখি। কখনো আইলে খাবার খুঁজছে, কখনো আবার নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে উঠেছে। সারা পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় জলাভূমি অঞ্চলে এ পাখি দেখতে পাওয়া যায়। এটি মধ্যম আকৃতির পাখি। তারা খুব অগভীর জলাভূমির কাছাকাছি ঝোপঝাড়ের মধ্যে বাসা বাঁধে। বাংলাদেশের বিভিন্ন বিলে প্রতিবছর পরিযায়ী পাখি হিসেবে তাদের দেখা পাওয়া যায়। গতকাল রোববার বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরঙ্গি বিলে এমন একঝাঁক পরিযায়ী খয়রা কাস্তেচরা পাখির বিচরণের কয়েকটি দৃশ্য নিয়ে এই ছবির গল্প।

বর্ষার বৃষ্টিতে টইটম্বুর বুরঙ্গি বিল। খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে একঝাঁক খয়রা কাস্তেচরা পাখি।
বর্ষার বৃষ্টিতে টইটম্বুর বুরঙ্গি বিল। খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছে একঝাঁক খয়রা কাস্তেচরা পাখি।
পানকৌড়ি পাখির মুখোমুখি এক খয়রা কাস্তেচরা।
খুনসুটিতে খয়রা কাস্তেচরা পাখি। তাদের সঙ্গে রয়েছে একটি বক।
লম্বা ঠোঁটে খাবারের খোঁজে খয়রা কাস্তেচরা।
বিলের পাড়ে উড়ে বেড়াচ্ছে বক ও কাস্তেচরা।
লম্বা পা ফেলে হাঁটছে খয়রা কাস্তেচরা।