বর্ষার বৃষ্টিতে টইটম্বুর বুরঙ্গি বিল। পানি উপচে পড়েছে বিলের আশপাশের ফসলি জমিতে। সেখানে ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে খয়রা কাস্তেচরা পাখি। কখনো আইলে খাবার খুঁজছে, কখনো আবার নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে উঠেছে। সারা পৃথিবীর গ্রীষ্মমণ্ডলীয় জলাভূমি অঞ্চলে এ পাখি দেখতে পাওয়া যায়। এটি মধ্যম আকৃতির পাখি। তারা খুব অগভীর জলাভূমির কাছাকাছি ঝোপঝাড়ের মধ্যে বাসা বাঁধে। বাংলাদেশের বিভিন্ন বিলে প্রতিবছর পরিযায়ী পাখি হিসেবে তাদের দেখা পাওয়া যায়। গতকাল রোববার বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরঙ্গি বিলে এমন একঝাঁক পরিযায়ী খয়রা কাস্তেচরা পাখির বিচরণের কয়েকটি দৃশ্য নিয়ে এই ছবির গল্প।