সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের একটি গ্রাম কমলাপুর। সীমান্তঘেঁষা কৃষিপ্রধান গ্রামটিতে দেখা মেলে বিস্তীর্ণ ফসলের খেত, সবুজ পাহাড়, নদী। যেকোনো মৌসুমেই শান্ত ও স্নিগ্ধ গ্রামটির নয়নাভিরাম সৌন্দর্য নজর কাড়ে। কমলাপুর গ্রাম ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—