ছবির মতো সুন্দর গ্রামটি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের একটি গ্রাম কমলাপুর। সীমান্তঘেঁষা কৃষিপ্রধান গ্রামটিতে দেখা মেলে বিস্তীর্ণ ফসলের খেত, সবুজ পাহাড়, নদী। যেকোনো মৌসুমেই শান্ত ও স্নিগ্ধ গ্রামটির নয়নাভিরাম সৌন্দর্য  নজর কাড়ে। কমলাপুর গ্রাম ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

জলাশয়, ফসলের খেত আর দূর দিগন্তের পাহাড়—কমলাপুরে গেলে এসবই চোখে পড়বে
জলাশয়, ফসলের খেত আর দূর দিগন্তের পাহাড়—কমলাপুরে গেলে এসবই চোখে পড়বে
জলাশয়ে হাঁসের ঝাঁক নামিয়ে পাহারায় এক ব্যক্তি
মাছ ধরার জন্য কমলাপুরে রয়েছে সবুজে ঘেরা এমন অনেক জলাধার
কমলাপুরে দেখা মেলে সবুজ গালিচার মতো বিস্তীর্ণ ফসলের মাঠ
গ্রামীণ সড়ক ধরে চলছে অটোরিকশা
শীত মৌসুমে পানি শুকিয়ে সংকীর্ণ হয়ে এসেছে খাল
শুষ্ক মৌসুমে জলাশয়ে মাছ ধরার জন্য বানানো হয়েছে অস্থায়ী ঘর
গোয়াইনঘাটের সঙ্গে কমলাপুরের সংযোগ তৈরি করেছে এ সড়কটি
নজর কাড়ে সবুজ পাহাড় আর বিস্তীর্ণ ফসলের খেত