রংপুরে কৃষিজমি থেকে আলু তোলা প্রায় শেষ। এখন সেসব জমিতে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ জমি প্রস্তুত করছেন। কেউবা জমিতে ধানের চারা রোপণ করছেন। রংপুর শহরতলির মানজাই এলাকা থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।
মঈনুল ইসলামরংপুর
আলু তোলা শেষে ধান রোপণের প্রস্তুতি হিসেবে জমি তৈরি করা হচ্ছে।
বিজ্ঞাপন
সেচযন্ত্র দিয়ে জমিতে পানি দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
জমি থেকে আগাছা তুলে ফেলছেন কৃষক।ট্রাক্টর দিয়ে চলছে জমি চাষ।মই টেনে জমি সমান করার কাজে ব্যস্ত একজন। মূল জমিতে রোপণের জন্য ধানের চারা তুলছেন কৃষকেরা।ধানের চারা তুলে মূল জমিতে নিয়ে যাচ্ছেন একজন কৃষক।জমিতে ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। জমিতে ধানের চারা রোপণ শেষ।