প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রীতিসম্মিলনী

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রীতিসম্মিলনীতে মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, বিদেশি কূটনীতিক, পদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা থেকে শুরু করে নারীনেত্রী, চিকিৎসক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর র‌্যাডিসন ব্লু হোটেলে বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্টজনদের এই মিলনমেলা হয়। ছবিগুলো তুলছেন প্রথম আলোর আলোকচিত্রীরা।

যন্ত্রসংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
যন্ত্রসংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
শাহ আবদুল করিমের গান পরিবেশন করেন বগা তালেব ও তাঁর দল।
অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদের সঙ্গে হাত মেলান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের একাংশ।
অনুষ্ঠানে উপস্থিত নাগরিক সমাজের প্রতিনিধিদের একাংশ।
শিল্পী ও বিভিন্ন পেশার বিশিষ্টজনদের একাংশ।
প্রীতিসম্মিলনীতে উপস্থিত ছিলেন বিদেশি কূটনীতিকেরা। তাঁদের সঙ্গে কথা বলছেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান (ছবিতে বাঁ থেকে চতুর্থ)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষসহ মন্ত্রী, সংসদ সদস্যরা।
বক্তব্য দিচ্ছেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
অনুষ্ঠানের সামনের সারির বাঁ দিকে বসেন বিভিন্ন দেশের কূটনীতিকেরা।
অভিনয় শিল্পী মেহজাবীন, আজমেরী হক বাঁধনসহ সুধীজনেরা।
সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসানের হাতে লতিফুর রহমান পুরস্কার তুলে দিচ্ছেন মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।
বক্তব্য দিচ্ছেন মিডিয়াস্টার লিমিটেড ও ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের একাংশ।
অনুষ্ঠানে উপস্থিত সুধীজনের একাংশ।
অনুষ্ঠানে উপস্থিত অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ সুধীজনের একাংশ।
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ অতিথিদের একাংশ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দীন এবং ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তারে হাতে তহবিলের চেক তুলে দেন অতিথিরা।
খেলোয়াড়দের সঙ্গে পৃষ্ঠপোষক ও আয়োজকদের সমবেত ছবি।