বান্দরবানে ওয়াগ্যোয়াই পোয়ে পালন

প্রদীপ প্রজ্বালন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে বান্দরবানে মারমা সম্প্রদায়ের ‘ওয়াগ্যোয়াই পোয়ে’ বা প্রবারণা পূর্ণিমা উৎসব শুরু হয়েছে। মারমা ভাষায় ওয়াগ্যোয়াই অর্থ প্রবারণা পূর্ণিমা, পোয়ে অর্থ উৎসব। মারমা বর্ষপঞ্জি ‘সাক্রয়’ অনুযায়ী এ উৎসব পালন করা হচ্ছে। প্রতিবছরের মতো এবারও বুদ্ধমূর্তি স্নান, ঐতিহ্যবাহী মঙ্গল রথযাত্রা, দেবতার মূর্তি (পোছোমা), প্রদীপ প্রজ্বালন, ফানুস ওড়ানো, পঞ্চশীল গ্রহণসহ নানা আয়োজনে উৎসব পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে অন্য বছরের তুলনায় এ বছর সীমিত আকারে উৎসব পালিত হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।

সকাল থেকেই ধর্মপ্রাণ পুণ্যার্থীরা বোমাং রাজবিহার ও উজানীপাড়া বিহারে ভিড় করেন। তাঁরা প্রথমে ভিক্ষুমণ্ডলীকে ছইং (আহার্য) প্রদান করেন।
রাজবিহার প্রাঙ্গণে একটি স্তম্ভ ছবি তুলছেন কয়েকজন তরুণ-তরুণী।
বিহারে আহার দান শেষে ফিরে আসছেন অনেকে।
বিকেলে বুদ্ধমূর্তিকে চন্দন মিশ্রিত পানি দিয়ে স্নান করানো হয় ।
ওয়াগ্যোয়াই পোয়ে উদ্‌যাপন পরিষদের উদ্যোগে ঐতিহ্যবাহী মঙ্গল রথ বৌদ্ধবিহারে নিয়ে যাওয়া হয়।
দেবতার মূর্তি পোছোমা।
সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বালন করা হয় ।
বিহারের ভেতর সাজিয়ে রাখা হয়েছে বুদ্ধ মূর্তি ।
গুরুভান্তের কাছে ছইং দান করছেন দুই নারী।
রাতে ওড়ানো হয় আকাশপ্রদীপ বা ফানুস।