মজাদার কতবেল

কতবেল—ছোট একটা ফল, স্বাদে-গন্ধে অতুলনীয়। পুষ্টিগুণেও কতবেলের জুড়ি নেই। এখন কতবেলের মৌসুম চলছে। বাজারে ঘুরলে চোখে পড়ছে নানা আকারের কতবেল। কদরও বেশ। কুমিল্লা শহরের বিভিন্ন এলাকা ঘুরে সম্প্রতি ছবিগুলো তোলা।

পাতার ফাঁকে থোকায় থোকায় ধরেছে কতবেল।
গাছ থেকে পেরে আনা কতবেল আকারভেদে বাছাই করছেন একজন বিক্রেতা।
বাছাই শেষে ঝুড়ি ভরে একই আকারের কতবেল রাখা হয়েছে।
সড়কের পাশে ভ্যানে করে কতবেল বিক্রি করছেন এক বিক্রেতা।
কেনার আগে পাকা কতবেলের সুঘ্রাণ নিচ্ছেন একজন ক্রেতা।
বিক্রির আগে ছুরি দিয়ে কতবেল ফুটো করে দিচ্ছেন বিক্রেতা।
ক্রেতার পছন্দে কতবেলে মেশানো হচ্ছে মরিচের গুঁড়াযুক্ত লবণ।
বিক্রির জন্য লবণ-মরিচ মিশিয়ে কতবেল সাজিয়ে রাখা হয়েছে।