বিরোধী দল বিএনপির সমাবেশের পাল্টা সমাবেশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ‘বিএনপির অব্যাহত সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে আয়োজিত এই ‘শান্তি সমাবেশ’ থেকে রাজপথে নিজেদের শক্তি দেখাতে চায় দলটি। সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। ব্যানার–ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সমাবেশ শুরু হয় বেলা তিনটার দিকে।
প্ল্যাকার্ড হাতে সমাবেশে আওয়ামী লীগের নেতা–কর্মীরা। সমাবেশ স্থলে উপস্থিত নেতা–কর্মীদের স্লোগান। নেতা–কর্মীদের হাতে ছিল নৌকা আকৃতির প্ল্যাকার্ড।সমাবেশ মঞ্চে উপস্থিত আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। দুপুরের পর থেকে সমাবেশ স্থলে নেকা–কর্মীদের ভিড় বাড়তে শুরু করে। ক্ষমতাসীন দলের সমাবেশে পুলিশের সতর্ক অবস্থান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এক দফা ঘোষণা করছেন। আর তা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না।