ঢাকার চন্দ্রিমা উদ্যান ও আশপাশের এলাকায় ভোরবেলায় প্রাতর্ভ্রমণে বের হন বিভিন্ন বয়সের মানুষ। দল বেঁধে ব্যায়াম করতে দেখা যায় অনেককে। কেউবা নিভৃতে নিজের মতো শরীর চর্চা করেন। ছবিগুলো আজ রোববার ভোরে তোলা।
জাহিদুল করিম
কুয়াশাচ্ছন্ন সড়কে চলছে যানবাহন।
বিজ্ঞাপন
লেকের পাশে ব্যায়াম করছেন অনেকে।
বিজ্ঞাপন
গাছে ঘেরা পথে ব্যায়াম করছেন লোকজন। নিভৃতে ব্যায়াম করছেন কেউ কেউ। দল বেঁধে ব্যায়াম করছেন তাঁরা। একজনের নির্দেশনায় চলছে ব্যায়াম। ব্যায়ামের একপর্যায়ে উচ্চ স্বরে চিৎকার। পোষা কুকুর ‘লুসি’কে নিয়ে লেকের পাশে হাঁটছেন ব্যবসায়ী জাকি। সকালের রোদে ‘লুসি’কে তুলে ধরেছেন ব্যবসায়ী জাকি।