বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি

কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। বন্যার পানিতে গ্রামের রাস্তা, পুকুর, ঘরবাড়ি ও বিদ্যালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সিলেট, কুড়িগ্রাম, মৌলভীবাজার, রাজবাড়ী, নেত্রকোনা, সুনামগঞ্জ ও গাইবান্ধার বন্যার ছবি দিয়ে ছবির গল্প।

টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর পানি উপচে পড়েছে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায়। পানিবন্দী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো
ছবি: আনিস মাহমুদ
কুড়িগ্রামে নদ-নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খেওয়ার আলগার চর এলাকা
মৌলভীবাজারে দ্বিতীয় দফা বন্যায় উপজেলা পরিষদ কমপ্লেক্সসহ আশপাশের নিচু এলাকা প্লাবিত হয়েছে। হাঁটুপানি মাড়িয়ে লোকজন চলাচল করছেন
রাজবাড়ীর গোয়ালন্দ এলাকায় নদীভাঙন থেকে রক্ষা হচ্ছে না বসতভিটা। বাড়িঘর ভেঙে নিরাপদ আশ্রয়ে সরে যাচ্ছে নদীপাড়ের পরিবারগুলো
নেত্রকোনার কলমাকান্দায় পানি কমছে ধীরগতিতে। এখনো অনেক গ্রামীণ সড়ক পানির নিচে রয়েছে। উপজেলার মনতলা-ইসবপুর সড়কের ওপর দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে
সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। সদর উপজেলার চেকনিকারা-ইসলামপুর সড়কে পানি থাকায় নৌকায় গ্রামে যাচ্ছেন লোকজন
ভাঙনের হাত থেকে দোকান ও বাড়ি রক্ষায় টিনের বেড়া দিয়ে রক্ষার চেষ্টা করছেন মুদিদোকানি বারেক মৃধা। রাজবাড়ী দৌলতদিয়া চাঁদ খানপাড়া থেকে তোলা
ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে সিলেট নগরের বিভিন্ন এলাকায় এখনো পানিবন্দী। শাহজালাল উপশহর এলাকার বিভিন্ন সড়কে পানি মাড়িয়ে চলছে মানুষ ও যানবাহন
অবিরাম বর্ষণ ও উজানের ঢলে গাইবান্ধায় সব নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ব্রহ্মপুত্র ও ঘাঘটের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধার ডাঙ্গারঘাট এলাকার ব্রহ্মপুত্র নদ