কয়েক দিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি দেখা দিয়েছে। বন্যার পানিতে গ্রামের রাস্তা, পুকুর, ঘরবাড়ি ও বিদ্যালয় প্লাবিত হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সিলেট, কুড়িগ্রাম, মৌলভীবাজার, রাজবাড়ী, নেত্রকোনা, সুনামগঞ্জ ও গাইবান্ধার বন্যার ছবি দিয়ে ছবির গল্প।